Toptube Video Search Engine



Title:Chandpur Mini Cox's Bazar Tin Nodir Mohona Travel | চাঁদপুর মিনি কক্সবাজার তিন নদীর মোহনা ভ্রমন-২০২১
Duration:09:57
Viewed:5,593
Published:19-01-2021
Source:Youtube

চাঁদপুর মিনি কক্সবাজার তিন নদীর মোহনা ভ্রমন-২০২১ Chandpur Mini Cox's Bazar Tin Nodir Mohona Travel পদ্মা, মেঘনা, ডাকাতিয়া তিন নদীর মিশেল যেখান হয়েছে কেমন হবে সেখানে বসে আড্ডা দিতে পারলে। রোমাঞ্চ অনুভব হচ্ছে নিশ্চয়ই, সাথে এটাও মনে হতে পারে তিন নদীর মোহনায় আবার কিভাবে বসে আড্ডা দিবো? অবিশ্বাস্য মনে হলেও চাঁদপুর জেলার বড় স্টেশনে দেশের বড় তিন নদীর দৃশ্য বসে উপভোগ করার সুযোগ রয়েছে। চাঁদপুর জেলা সদরের অন্যতম পর্যটন স্পট এটি। এছাড়া ট্রলারে করে আশেপাশের বিভিন্ন চর থেকেও ঘুরে আসা সম্ভব। রুপালী ইলিশ চাঁদপুরকে এনে দিয়েছে ‘ইলিশের বাড়ি’ নামের সুখ্যাতি। ঢাকা হতে দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায় বিধায় তাজা ইলিশের স্বাদ গ্রহণ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক চাঁদপুরে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেন। আর চাঁদপুর ঘুরতে এসে বড় স্টেশন (Boro Station) আসেননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলটি মোলহেড নামেও পরিচিতি লাভ করেছে। তিন নদীর মোহনায় সূর্যাস্থের দৃশ্য, ছোট ছোট নৌকার ভেসে চলা, নদীর কূলে পানি আঁচড়ে পড়ার শব্দ সারাজীবন মনে রাখার জন্য যথেষ্ঠ। আর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বড় ষ্টেশন এলাকায় পাকিস্তানী হানাদার কতৃক পরিচালিত টর্চার সেলে অসংখ্য মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের সেই স্মৃতির উদ্দেশ্যে এখানে ‘রক্তধারা’ নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এছাড়া ট্রলার, স্পীডবোট কিংবা ডিঙি নৌকা ভাড়া করে তিন নদীর মোহনায় ঘুরে বেড়ানো যায়। বড় ষ্টেশন এলাকার কাছে পায়ে হাটা দূরত্বে আছে ইলিশের পাইকারী বাজার ‘মাছ ঘাট’। এই মাছ ঘাটে জেলেদের ধরে আনা ইলিশ প্রক্রিয়াজাত করা হয়। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া তিন নদীর মিশেল যেখান হয়েছে কেমন হবে সেখানে বসে আড্ডা দিতে পারলে। রোমাঞ্চ অনুভব হচ্ছে নিশ্চয়ই, সাথে এটাও মনে হতে পারে তিন নদীর মোহনায় আবার কিভাবে বসে আড্ডা দিবো? অবিশ্বাস্য মনে হলেও চাঁদপুর জেলার বড় স্টেশনে দেশের বড় তিন নদীর দৃশ্য বসে উপভোগ করার সুযোগ রয়েছে। চাঁদপুর জেলা সদরের অন্যতম পর্যটন স্পট এটি। এছাড়া ট্রলারে করে আশেপাশের বিভিন্ন চর থেকেও ঘুরে আসা সম্ভব। কিভাবে যাবেন ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে বেশকিছু লঞ্চ প্রতিদিন সকাল ৭ টা থেকে ১ ঘন্টা পর পর চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী লঞ্চের মধ্যে এমভি সোনারতরী, এমভি তাকওয়া, এমভি বোগদাদীয়া, এমভি মেঘনা রাণী, এমভি আল বোরাক, এমভি ঈগল, এমভি রফরফ, এমভি তুতুল প্রভৃতি উল্লেখযোগ্য। এসব লঞ্চে ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার ভাড়া শ্রেনী ভেদে ১০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। লঞ্চে ঢাকা থেকে যেতে ৩ থেকে সাড়ে ৩ ঘন্টা লাগে। ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল হতে প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত পদ্মা এক্সক্লিসিভ বাস চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর চাইলে ঢাকা হতে ট্রেনে চড়েও চাঁদপুরে যেতে পারবেন। এক্ষেত্রে ঢাকা হতে ট্রেনে চড়ে লাকসাম এসে সেখান থেকে চাঁদপুর যেতে হবে। চাঁদপুর লঞ্চ ঘাট থেকে রিক্সা বা অটোরিক্সা ভাড়া করে সহজেই বড় স্টেশন তিন নদীর মোহনায় যেতে পারবেন। প্রতিটি জায়গা পরিদর্শনের পাশাপাশি এর সৌন্দর্য রক্ষা করাও আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমাদেরকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। #Chandpur_Boro_Station #Chandpur_Tin_Nodir_Mohona আমার চ্যানেল এর অন্যান্য ভিডিও দেখতে ভিজিট করুনঃ- https://www.youtube.com/c/TravelerOfBangladesh ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Music promoted by: NoCopyrightSounds Link: https://www.youtube.com/NoCopyrightSounds Music In This Video Track: Reflection-- jayjen & enine [Audio Library Release] Music Provided By Audio Library Plus... Watch: https://youtu.be/9UGHNvP85IM ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Contact US------- ✿Facebook: https://www.facebook.com/TravelerOfBangladesh ✿Twitter: https://twitter.com/TravelerOfBangl ✿Instagram: https://www.instagram.com/TravelerOfBangladesh ✿ ইউটিউব সাবস্ক্রাইব লিংকঃ https://www.youtube.com/c/TravelerOfBangladesh ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ যদি আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন। ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Disclaimer: Don't Download & Copy Anything From This Channel. Its a Cyber Crime. All Videos of this Channel is Copyrighted by Traveler Of Bangladesh. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Thanks For Watching.. SUBSCRIBE || LIKE || COMMENT || SHARE || ▬▬▬▬▬▬▬▬ Traveler Of Bangladesh ▬▬▬▬▬▬▬



SHARE TO YOUR FRIENDS


Download Server 1


DOWNLOAD MP4

Download Server 2


DOWNLOAD MP4

Alternative Download :