পরম পবিত্র স্থান-কসবা কালীবাড়ী, ত্রিপুরা ।। The Most Sacred Place, Kasba Kalibari, Tripura.
কসবা কালীবাড়ি ত্রিপুরার রাজধানী আগরতলা শহর থেকে ৪৪নং সড়ক ধরে সেকেরকোট পার হয়ে ডানদিকের পথ ধরে প্রায় গাড়িতে এক ঘণ্টা গেলেই পৌঁছা যায়। এটি রাজ্যের কালীবাড়ি হিসাবেই পরিচিত। এটি ত্রিপুরার তৎকালীন মহারাজা- মহারাজা ধন্য মানিক্য তৈরি করান। মন্দিরটি একটি টিলার সানুদেশে অবস্থিত। নিচে রয়েছে বিশাল দিঘী যেটি কমলাসাগর নামে পরিচিত।
এখন সাময়িক বিশ্বমহামারীর ত্রাসে এই মন্দিরে দর্শনার্থীর সমাগম কমে গেলেও একসময় লোকজনের উপস্থিতিতে পুরো মন্দির এলাকা গম গম করত।মন্দির প্রাঙ্গনের সীমান্তে আছে কাঁটাতার । ওপারে বাংলাদেশ। আর এই সীমান্তে সপ্তাহে একদিন বসত আন্তর্জাতিক বাজার বা হাট। এতে দুই দেশের নাগরিকেরাই অংশগ্রহন করতেন। ফলে দুই দেশের লোকেদের মধ্যে সৌহার্দের বন্ধন দৃঢ়তর হয়েছিল-একথা বলাই বাহুল্য।
এই মন্দিরে পূজা দিতে শুধুমাত্র রাজ্যের মানুষরাই আসেন না। বরং বহিরাজ্য থেকে আসা পর্যটকেরাও মায়ের আশীর্বাদ কামনায় সমবেত হন এখানে। আর রাজ্য সরকারের পক্ষ থেকেও জায়গাটিকে পর্যটনস্থলের রূপ দিতে প্রয়াসী হয়েছেন।
ভিডিওটি কেমন -জানতে প্রত্যাশা রইল। কমেন্ট করবেন। আর মহামারীর প্রকোপ কমে গেলে আপনারাও এসে এই জায়গাটি ঘুরে দেখবেন - এই আমন্ত্রণ রইল।