Toptube Video Search Engine



Title:কোডিং এর শুরুটা কেন HTML/CSS দিয়েই করা উচিৎ? HM Nayem
Duration:05:14
Viewed:103,619
Published:11-08-2023
Source:Youtube

আপনি আপনার চারদিকের মানুষকে relax এ কাজ করতে দেখছেন, তারা যেখানে সেখানে বসেই কাজ করে ডলার আয় করছে অথবা আপনার কাছের কেউ একটা ট্যুর দিতে গিয়েও ডলার আয় করে ফেলছে। আর এসব দেখে আপনার মাথায়ও ভূত চাপলো যে আপনি ওয়েব ডেভেলপার হবে, আপনি প্রোগ্রামিং শিখবেন ইত্যাদি ইত্যাদি। এখন সবার প্রথমে আপনার মনে যেই প্রশ্ন টা জাগবে সেটা হলো কিভাবে আপনি ওয়েব ডেভেলপার হবেন, কিভাবে আপনি প্রোগ্রামার হবেন। যদি এমনটাই হয়ে থাকে তাহলে এই ভিডিও টি আপনার জন্য। 🔗 Web Design Master Class Full Course [Free] - https://youtu.be/1RzKcWEpb5Q 🎯 এখন আপনার যদি প্রোগ্রামিং নিয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে আপনি HTML দিয়ে আপনার প্রোগ্রামিং ক্যারিয়ার শুরু করতে পারেন। 🎯 HTML!!! 😒 তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না তাহলে HTML দিয়ে দিয়ে কেনো? হ্যা আপনার লজিক ঠিক আছে, কথা হচ্ছে HTML দিয়ে শুরু করলে আপনি উপলব্ধি করতে পারবেন আপনাকে দিয়ে প্রোগ্রামিং হবে কি হবে না 🙂 🎯 HTML শিখার পর যদি এমন মনে হয় যে আপনি কোড বুঝতে পারছেন, হাজার হাজার লাইন কোড লিখতে পারছেন, ব্রাউজার এ আপনার কোড এর চেঞ্জেস গুলো দেখতে পারছেন, কোড লিখতে বিরক্ত নয় বরং আরও ভালো লাগছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনি আস্তে আস্তে প্রোগ্রামিং কে ভালোবাসতে শুরু করেছেন 😊 🎯 এরপরে আপনি চাইলে সি/পাইথন/জাভাস্ক্রিপ্ট শিখা শুরু করে আসল প্রোগ্রামিং লাইফ এ যেতে পারবেন। 🎯 এজন্যই মূলত বলা হয়েছে HTML দিয়ে শুরু করার কথা। এতে করে আপনি বুঝতে পারবেন আপনি কি প্রোগ্রামিং করার প্রতি interested নাকি demotivated। 🎯 HTML শিখতে গিয়ে যদি দেখেন এত এত কোড! কিভাবে ম্যানেজ করবেন, আপনার মধ্যে ভয় কাজ করছে, কাজে মনোযোগ দিতে পারছেন না তাহলে ধরে নিতে হবে এই লাইন টা আপনার জন্য না। 🎯 তাহলে উপায়? আপনি চাইলে অন্য সেক্টর এ যেতে পারেন যেখানে হয়তো তেমন একটা কোড করার প্রয়োজন পরে না। 🎯 মূলকথা এই যে ঘরে বসে কম পরিশ্রমে কম্পিউটার এ কয়েকটা ক্লিক করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এটা পুরোপুরি ভুল। এখানে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর পড়াশুনা করতে হয়। আমাদের সাথে যোগাযোগ করুনঃ --------------------------------------------------- Email: support@stacklearner.com ফেসবুক পেজঃ https://fb.me/stacklearner ফেসবুক গ্রুপঃ https://fb.com/groups/stacklearner LinkedIn পেজঃ https://linkedin.com/company/stacklearner Twitter: https://twitter.com/stacklearner Instagram: https://instagram.com/stacklearner



SHARE TO YOUR FRIENDS


Download Server 1


DOWNLOAD MP4

Download Server 2


DOWNLOAD MP4

Alternative Download :